চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নতুন আইড় মাছের সন্ধান

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৩ | ১২:১৭ অপরাহ্ণ

দেশে নতুন প্রজাতির আইড় মাছের সন্ধান পাওয়া গেছে। নতুন সন্ধান পাওয়া এই আইড় মাছের বৈজ্ঞানিক নাম Sperata aorella। এই আইড় মাছ স্থানীয়ভাবে ভুইত্যা কাটা নামে পরিচিত। হাওর অঞ্চলে এই মাছের ভালো জনসংখ্যা রয়েছে।

 

গবেষক ড. মোহাম্মদ আরশাদ-উল-আলম নতুন প্রজাতির এই আইড় মাছের সন্ধান পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. সগির আহমদ ও মৎস্য গবেষক সুজন কুমার ডিএনএ বারকোডিংয়ের মাধ্যমে নতুন আইড় প্রজাতি Sperata aorella এর শনাক্তকরণ নিশ্চিত করেন। ড. মোহাম্মদ আরশাদ-উল-আলম জানান, সন্ধান পাওয়া নতুন প্রজাতির আইড় Sperata aorella এর দেহ খাটো ও মোটা, তুন্ড বা চোখের সম্মুখ অংশ অপেক্ষাকৃত লম্বা, অক্সিপিটাল স্পাইন দীর্ঘ, এপিনিউরাল শিল্ড সরু, এডিপোজ ফিন খাটো। এটি ছোট জাতের আইড়। এর ওজন ১ কেজি পর্যন্ত হয়ে থাকে।  তিনি বলেন, সুনামগঞ্জ জেলা সদরের মৎস্য আড়ত ও মাছ বাজার এবং মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এই মাছের নমুনা সংগ্রহ করা হয়। এরপর ডিএনএ বারকোডিংয়ের মাধ্যমে নতুন আইড় প্রজাতি Sperata aorella এর শনাক্তকরণ নিশ্চিত করা হয়। হাওর এলাকায় এই মাছের ভালো জনসংখ্যা রয়েছে। গবেষকরা জানান- বাংলাদেশে এতোদিন দুটি আইড় মাছের প্রজাতির কথা জানা ছিল। গুজি আইড় ও তল্লা আইড় নামে পরিচিত এই ক্যাটফিস প্রজাতি দুটির বৈজ্ঞানিক নাম Sperata aorSperata seenghala। এই দুটি আইড় মাছের জনসংখ্যা মোটামুটিভাবে সারা বাংলাদেশে বিস্তৃত। তবে প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন আইইউসিএন রেড লিস্ট অনুসারে এই দুই প্রজাতি বিলুপ্তির হুমকিতে রয়েছে। Sperata aor এর তুলনায় Sperata seenghala বেশ বড় হয়। কাপ্তাই হ্রদসহ চট্টগ্রামের নদীসমূহে এই দুই প্রজাতির আবাস থাকলেও আইইউসিএন রেড লিস্ট-২০১৫ এ সেটি উল্লেখ নেই।

পূর্বকোণ/একে

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট