৮ মার্চ, ২০২৩ | ৫:১৩ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে বিস্ফোরণের দ্বিতীয় দিনে ভবনের বেজমেন্ট থেকে আরো দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে একজনের নাম মমিন উদ্দিন সুমন (৪৪)।
বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে।
নিখোঁজদের স্বজনদের সেখানে গিয়ে মরদেহ দেখে পরিচয় শনাক্ত করার অনুরোধ জানান তিনি।
বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়। এই বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন দু’জনসহ মোট ১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ