চট্টগ্রাম শনিবার, ২৫ মার্চ, ২০২৩

৭ মার্চ, ২০২৩ | ৫:৩৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

এবার গুলিস্তানে বিস্ফোরণে নিহত ৭, আহত অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

 

এ ঘটনায় আহত অর্ধশতাধিক মানুষকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

 

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, গত রবিবার সায়েন্স ল্যাবে একটি ভবনের তৃতীয় তলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ৩ জন নিহতের পাশাপাশি দগ্ধ হন ৫ জন। আর আহত হয়ে ঢাকা মেডেকেলে চিকিৎসা নেন অন্তত ১৫ জন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট