চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নিরস্ত্র জাতিকে সশস্ত্রে রূপান্তরিত করেছিল বঙ্গবন্ধুর ভাষণ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৭ মার্চ, ২০২৩ | ১১:৪২ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিল বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি যা কিছু আছে তাই নিয়ে জাতিকে প্রস্তুত থাকতে এবং শত্রুর মোকাবিলা করতে বলেছিলেন।’

মঙ্গলবার (৭ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক এ ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি পেয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ৭ মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন। তিনি এমনভাবে ঘোষণা করেছিলেন, পাকিস্তানিরা তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে ঘোষণা দিতে পারেনি। তাদের চেয়ে চেয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না।’

এসময় স্বাধীনতাবিরোধী অপশক্তি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিএনপিকে অভিযুক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা দেশকে পাকিস্তানি ভাবধারা নিয়ে যেতে চায়, দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার শপথ নিতে হবে।’

পূর্বকোণ/মামুন/এএইচ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট