চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আজ ভোটার দিবস

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ, ২০২৩ | ১১:৩৯ পূর্বাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ভোটার সংখ্যা ৬৫ লাখ ১৫ হাজার ২৫৪ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। চার বছরের ব্যবধানে ভোটার বেড়েছে ১৫ দশমিক ৫৭ শতাংশ। তবে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে আজ উদযাপিত হচ্ছে ‘জাতীয় ভোটার দিবস’। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’। ভোটার দিবস উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচির আয়োজন করেছে আঞ্চলিক নির্বাচন কার্যালয়। সকাল ১০টায় শোভাযাত্রা, ভোটার সেবা কার্যক্রম ও আলোচনা সভা।  আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান। অতিথি থাকবেন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

 

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান পূর্বকোণকে বলেন, ‘জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমাদের সব ধরনের সেবা আজ উন্মুক্ত থাকবে। ভোটারদের মধ্যে স্মার্টকার্ড ও নতুন ভোটারদের প্লাস্টিক কার্ড বিতরণ, ভোটার হওয়া, ভোটার সংশোধনসহ সব সেবাই প্রদান করা হবে।’

 

চলতি বছরের ২০ মে সারাদেশের সঙ্গে চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়। গত ১৯ নভেম্বর তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম শেষ হয়। হালনাগাদ কার্যক্রমে চট্টগ্রামে ৫ লাখ ৪৮ হাজার ৩৫৬ জন নিবন্ধন করেন। এরমধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হচ্ছেন তিন লাখ ১৪ হাজার ২৩৫ জন। ১৮ বছরের নিচে নিবন্ধন করেছেন দুই লাখ ৩৪ হাজার ১২১ জন। এছাড়া মারা যাওয়ার কারণে ৬০ হাজার ৭৪৮ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ২০ হাজার ৭১১ জন ভোটার স্থানান্তরিত হয়েছেন।

পূর্বকোণ/একে

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট