চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিএনপির পদযাত্রায় চার জেলায় সংঘর্ষে আহত ১৪, গ্রেপ্তার ৪৯

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:২৫ অপরাহ্ণ

বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও ১০ দফা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সব জেলায় পদযাত্রা করে বিএনপি। এসময় গাজীপুর, কুষ্টিয়া, বাগেরহাট ও ঝালকাঠিতে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছে ১৪ জন। এছাড়া অন্তত ৪৯ জন আটক করেছে পুলিশ।

 

এদিকে পদযাত্রার আগে, নাটোর বিএনপি কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। পদযাত্রায় নেতারা বলেন, ভোটের অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

বরিশাল সদর রোডে বিএনপির পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এসময় দলটির নেতা-কর্মীদের সাথে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়। ঠাকুরগাঁও ও নারায়ণগঞ্জে কেন্দ্রীয় নেতারা বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি।

 

এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচি পুলিশের বাধায় পন্ড হয়ে যাই। এসময় বাইপাস ও তার আশেপাশের এলাকা থেকে বিএনপি’র ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

 

এছাড়া চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ অন্যান্য জেলায়ও পদযাত্রা করে বিএনপি।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট