২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার কাজ শেষে দেশে ফিরেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।
তিনি জানান, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা তুরস্কের উদ্ধার কাজ শেষ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আজ রাত ৮টার দিকে তারা বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০-এ করে দেশে ফেরেন।
পূর্বকোণ/মামুন/এএইচ