১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৫৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল।
আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে ওই ভবনের সপ্তম তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।
এদিকে এ ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রাত ১০টায় তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত সাত জনকে জীবিত উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ভবনে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
পূর্বকোণ/মামুন/পারভেজ