চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দুইদি‌নের সফ‌রে ঢাকায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:১৭ অপরাহ্ণ

দুইদি‌নের সফ‌রে ঢাকায় পৌঁ‌ছে‌ছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলেট। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকে‌লে হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে পৌঁছান তিনি। পরে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‌্য বল‌ছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ এ উপদেষ্টার সফ‌রে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ছাড়াও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পা‌বে।

 

জানা গে‌ছে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন শোলেট। এছাড়া একই দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে সন্ধ্যায় শোলেটের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক একটি সূত্র বলছে, দ্বিপা‌ক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপা‌শি রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব দেবেন শোলেট। তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তা, প্রত্যাবাসনে কীভাবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা যায় ও বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন নিয়ে আলোচনা করবেন।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট