চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তুরস্কে ২ হাজার তাঁবু পা‌ঠাল বাংলাদেশ

১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:২০ অপরাহ্ণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক‌কে ২ হাজার তাঁবু পা‌ঠি‌য়ে‌ছে বাংলা‌দেশ। দেশ‌টির চা‌হিদা অনুযায়ী আরও ৮ হাজার তাঁবু পাঠা‌বে বাংলা‌দেশ।

 

সোমবার (১৩ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এক পো‌স্টে এসব তথ‌্য জানান।

প্রতিমন্ত্রী জানান, তুরস্কের চাহিদা অনুযায়ী তাদের একটি বিশেষ কার্গো বিমানে ২ হাজার তাঁবু পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে আরও ৮ হাজার তাঁবু পাঠানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, গত ৯ ফেব্রুয়া‌রি ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত তুরস্ক জরুরি সহায়তা হিসেবে বাংলাদেশের কাছে ১০ হাজার তাঁবু চেয়েছে। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সহায়তা চায়।

গত ৬ ফেব্রুয়া‌রি তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট