চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

অনলাইন ডেস্ক

৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:০৯ অপরাহ্ণ

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছে আইনজীবী হেলাল উদ্দিন। তিনি বলেন, আগামী রবিবার (১২ ফেব্রুয়ারি) চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

 

এর আগে গত ৫ ফেব্রুয়ারি গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে নিম্ন আদালতের রায় স্থগিত করেন হাইকোর্ট। এর ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

 

বিচারপতি মো. আব্দুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

 

গত ১৯ জানুয়ারি নিম্ন আদালত জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন। ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন। সেই সঙ্গে রুল দেন—কেন নিম্ন আদালতের আদেশ বাতিল ঘোষণা করা হবে না? জিয়াউল হক মৃধা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলেন আদালত।

 

গত বছরের ১৭ সেপ্টেম্বর মৃধাকে জাতীয় পার্টি প্রধানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট