চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিনা টিকিটে রেল ভ্রমণ, জরিমানা গুনলেন ৭০ যাত্রী

অনলাইন ডেস্ক

৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৪২ পূর্বাহ্ণ

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ৭০ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। তাদের ১৩ হাজার ৭২০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে এ অভিযান চালানো হয়।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেল পশ্চিমের জিএম অসীম কুমার তালুকদার।

তিনি বলেন, শনিবার চিলাহাটি থেকে খুলনার উদ্দ্যেশ্যে ট্রেনটি ছাড়ার পর ট্রেনে স্পেশাল চেকিং হবে বলে বিরামপুর, জয়পুরহাট, শান্তাহার, আক্কেলপুর ও নাটোর স্টেশনকে জানিয়ে দেওয়া হয়। ফলে টিকেট বিহীন যাত্রীরাও টিকিট কাটতে বাধ্য হন।

ট্রেনে পার্বতীপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত চালানো অভিযানে টিকিট বিহীন মোট ৭০ যাত্রী পাওয়া যায়। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ১৩ হাজার ৭২০ টাকা আদায় করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট