১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে ৯৫১ ভোটে পরাজিত হয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
উপ-নির্বাচনের মোট ১১২ টি কেন্দ্রে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪৮৬ ভোট। আর বিজয়ী প্রার্থী মহাজোটের রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৩৭ ভোট।
এদিকে বগুড়া-৪ আসনের পর বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনেও হেরেছেন হিরো আলম।
ভোট গণনা শেষে বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/রাজীব