চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ছয় আসনে উপনির্বাচন বুধবার, থাকছে না সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৩ | ৮:২৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ এবং বগুড়ার ৬টি আসনে বিএনপির প্রার্থী পদত্যাগ করায় শূন্য আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল (১ ফেব্রুয়ারি)।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে কেন্দ্রগুলোতে।

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল ও আশুগঞ্জের নির্বাচনী এলাকায় মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯। ঠাকুরগাঁও-৩ আসনে রানি শংকৈল এবং পীরগঞ্জের ১৮টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন।

নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট এবং সদর উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ এবং ৩ আসনের নির্বাচনী এলাকা। ভোটার সংখ্যা ৮১৬৯৪৫।

 

বগুড়া-৬ এ সদর এবং ৪ আসনে কাহালু ও নন্দীগ্রামে অনুষ্ঠিত হবে উপ নির্বাচন। নির্বাচন সুষ্ঠু করতে ১১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা ভোটের আগে ও পরে চারদিনের জন্য বিচারিক কাজ পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে প্রতিটি কেন্দ্রে। তবে তহবিল না থাকায় এ নির্বাচনে সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ থাকছে না বলে জানিয়েছে কমিশন।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট