চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি হতাশ করেছে দেশবাসীকে’

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৩ | ৭:৪৩ অপরাহ্ণ

পাইকারি ও খুচরা পর্যায়ে বিদুতের দাম বাড়ানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ তিন বছর ধরে বিশ্বব্যাপী মহামারি করোনার প্রভাবে দেশ বিদেশের ন্যায় আমাদের দেশেও শিল্প-বাণিজ্য, উৎপাদন, বণ্টন ও অর্থনৈতিক সংকটে জনজীবন বিপর্যস্ত। এছাড়াও কর্মহীনতা, বেকারত্বের পাশাপাশি স্বজনপ্রীতি, দুনীতি, অর্থপাচার, লুটপাট ও নৈরাজ্যে দেশের মানুষ জর্জরিত।

এতে আরও বলা হয়, অন্যদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব যুক্ত হওয়ায় মানুষ পরিবার-পরিজন নিয়ে দিশেহারা। এ অবস্থায় সরকারের গণবিরোধী নীতিমালা শিল্প-কলকারখানাসহ সব ক্ষেত্রে বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার পাশাপাশি গণপরিবহনসহ সবক্ষেত্রে সংকট আরও তীব্রতর হবে।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট