চট্টগ্রাম শনিবার, ০১ এপ্রিল, ২০২৩

সর্বশেষ:

ফাইল ছবি

৩০ জানুয়ারি, ২০২৩ | ৪:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

২০১৪-১৮ সালে জনগণ আ. লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আমরা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি বলেই তারা ভোট দিয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজউকের ১১টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, দেশ ও দেশের জনগণের জন্য আমাদের একটা দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্ববোধ থেকেই দেশ চালিয়ে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলবো। আমরা ই-গভর্নেন্স চালু করবো, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি এবং স্বাস্থ্য-শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, প্রত্যেকটা নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের মৌলিক চাহিদাগুলো যাতে পূরণ হয়, তার নিশ্চয়তা রেখেই সরকার প্রকল্প গ্রহণ করে এবং তা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে যাতে একটা স্বাচ্ছন্দবোধ আসে তার ব্যবস্থাও করে যাচ্ছে। গত ১৪ বছরে বাংলাদেশে যে ব্যাপক পরিবর্তন হয়েছে, আশা করি জনগণ সেদিকে একটু বিশেষভাবে মনোযোগ দেবেন। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট