৩০ জানুয়ারি, ২০২৩ | ২:৫৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
ইসলামবিরোধী কোন কিছু আওয়ামী লীগ করে না এবং ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘পাঠ্যপুস্তকে কিছু ভুল রয়েছে যা আমরা সংশোধন করে ফেলছি। কিন্তু এটা নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। নতুন পাঠ্যক্রম যে দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলছে সেটা এই অপপ্রচারে চাপা পড়ে যাচ্ছে।‘
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে কোন ভুল থাকলে সেটির সত্যতা যাচাই-বাছাই করে কথা বলা উচিত। সবার বাড়িতে স্কুলের শিক্ষার্থী আছে, কেউ না থাকলেও অন্তত মোবাইল ফোনে এনসিটিবির পাঠ্যপুস্তকগুলো দেখে তারপর কথা বললে ভালো হয়। কারণ আমরা যেন কেউ অসচেতনতা ছড়িয়ে দেওয়ার অংশীদার না হই।’
পূর্বকোণ/এএস