২৯ জানুয়ারি, ২০২৩ | ৫:১১ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে নিপাহ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে আট জন। এদের মধ্যে মারা গেছে পাঁচ জন।
রবিবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সুস্থ ব্যক্তিরাও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এর কোনো প্রতিষেধক নেই।
এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মন্ত্রী কাঁচা খেজুরের রস এবং পাখির খাওয়া ফল না খাওয়ার পরামর্শ দেন।
স্বাস্থ্যমন্ত্রী এ সময় জানান, দেশের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ক্যাটাগরি অনুযায়ী চিকিৎসা মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। এ লক্ষ্যে একটি কমিটি করে দেওয়া হয়েছে, তারা কাজ করছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে এটি কার্যকর হবে।
পূর্বকোণ/আরএ