২৮ জানুয়ারি, ২০২৩ | ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩১ জনে। একই সময়ের মধ্যে রোগটিতে কারও মৃত্যু হয়নি। ফলে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছয়জনে অপরিবর্তিত রয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে তিনজন ঢাকার এবং বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা। এ নিয়ে বর্তমানে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৩২ জন ঢাকার ও ১৮ জন অন্যান্য জেলায়।
চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ৪৭৫ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।
২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু হচ্ছে। ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের। গতবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮১ জন মারা যান।
পূর্বকোণ/এএস/পারভেজ