১৮ জানুয়ারি, ২০২৩ | ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩৯৯ জনে। একই সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪১ জনে অপরিবর্তিত রয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৩। নতুন করে শনাক্তদের মধ্যে ৯ জন ঢাকার, একজন চট্টগ্রাম ও তিনজন রাজশাহীর বাসিন্দা।
একই সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৪ জন। ফলে এখন পর্যন্ত সুস্থ হন ১৯ লাখ ৯০ হাজার ১১৬ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পরে ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
পূর্বকোণ/এএস/পারভেজ