চট্টগ্রাম শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

১৭ জানুয়ারি, ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের উপনেতা হলেন মতিয়া চৌধুরী

ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ১২ জানুয়ারি রাতে তাকে উপনেতা করতে আওয়ামী লীগের সভায় বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এতে সমর্থন দেন। এরপরই তাকে সংসদের প্রয়াত উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

নিয়ম অনুযায়ী, সংসদ উপনেতা পদের জন্য কোন ভোটের প্রয়োজন হয় না। সংসদ নেতা তার মতামত স্পিকারকে জানান। স্পিকার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠান এবং বাকি প্রক্রিয়া সম্পন্ন করেন। এ পদের জন্য কোন শপথ নেওয়ার দরকার হয় না। তবে সংসদ উপনেতা মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা পেয়ে থাকেন।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট