১৬ জানুয়ারি, ২০২৩ | ৯:১৪ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রয়ন প্রকল্পে অনুদান দিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। রবিবার ব্যাংকের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম সিআইপি এবং ব্যাংকের ইসি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন।
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসাবে এই অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য, আশ্রয়ন প্রকল্প-২ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন এবং যার জমি আছে ঘর নাই এমন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করা হয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ