১২ জানুয়ারি, ২০২৩ | ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
হাতকড়া ও ডান্ডাবেড়িসহ জানাজা পড়ানো গাজীপুরের বিএনপি নেতা আলী আজম ৩৯ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি মুক্তি পান বলে জানিয়েছেন তার আইনজীবী মো. আনিসুর রহমান।
তিনি বলেন, গাজীপুর বিচারিক হাকিম আদালত-১ এর বিচারক নাজমুন নাহারের কাছে তার জামিনের আবেদন করা হয়। পরে তার জামিন মঞ্জুরের পর যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির পর আলী আজম জানান, ‘কোন দোষ না করেও মিথ্যা মামলায় আমাকে জেল খাটতে হয়েছে। জেলে থাকা অবস্থায় আমার মায়ের মৃত্যুর সময় প্যারোলে মুক্তি দিলেও দুর্ধর্ষ অপরাধীদের মতো হাতকড়া ও পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে রেখেছে; এটা খুবই অমানবিক কাজ হয়েছে।’
প্রসঙ্গত, কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের উম্মত আলীর ছেলে আলী আজম। একইসঙ্গে তিনি ওই ইউনিয়ন বিএনপির সভাপতি। গত ২ ডিসেম্বর ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হন তিনি। কারাগারে থাকাবস্থায় ১৮ ডিসেম্বর তার মা সাহেরা বেগম (৬৭) বার্ধক্যজনিত কারণে মারা যান। এরপর আলী আজমকে জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়। তবে হাতকড়া আর ডান্ডাবেড়ি নিয়ে জানাজায় অংশ নেওয়ার ছবি ভাইরাল হলেও এ নিয়ে সমালোচনা তৈরি হয়।
পূর্বকোণ/এএস