চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন মাহবুব হোসেন

অনলাইন ডেস্ক

৩ জানুয়ারি, ২০২৩ | ১২:৪৫ অপরাহ্ণ

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব পদে দায়িত্ব পালনের পর এবার মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ পেয়েছেন মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন। পরে ২০২২ সালের ২ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিব হিসাবে যোগদান করেন।

মাহবুব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ ব্যাচে সমাজ বিজ্ঞানে স্নাতক এবং ১৯৮৫ ব্যাচে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে বিসিএস (প্রশাসন) ক্যাডার নির্বাচিত হয়ে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সিভিল সার্ভিসে যোগদান করেন। চাকরিতে যোগ দেওয়ার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে জেন্ডার অ্যান্ড ডেভলপমেন্ট বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট