চট্টগ্রাম বুধবার, ২২ মার্চ, ২০২৩

সর্বশেষ:

১৯ ডিসেম্বর, ২০২২ | ১২:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

বিকালেই রাষ্ট্র সংস্কারে রূপরেখা ঘোষণা করবে বিএনপি

রাষ্ট্রক্ষমতায় গেলে সব দলমতের সমন্বয়ে নতুন কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে সোমবার (১৯ ডিসেম্বর) ২৭ দফা রূপরেখা ঘোষণা করবে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

 

শায়রুল কবির খান বলেন, রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, দলসমর্থিত সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। রূপরেখা ঘোষণা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

জানা গেছে, প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী বাংলাদেশি জাতীয়তাবাদকে মূলভিত্তি রেখেই প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত-পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক জাতি প্রতিষ্ঠার উদ্যোগ নেবে বিএনপি। রূপরেখায় জাতি প্রতিষ্ঠার এই ধারণাকে ‘রেইনবো নেশন’ (রংধনু জাতি) হিসেবে উল্লেখ করা হয়েছে। জনকল্যাণে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে বিএনপি সংবিধান, প্রাতিষ্ঠানিক কাঠামো ও নির্বাচন ব্যবস্থায় নানা পরিবর্তন নিয়ে আসতে চায়।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট