চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিকালেই রাষ্ট্র সংস্কারে রূপরেখা ঘোষণা করবে বিএনপি

অনলাইন ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২ | ১২:১২ অপরাহ্ণ

রাষ্ট্রক্ষমতায় গেলে সব দলমতের সমন্বয়ে নতুন কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে সোমবার (১৯ ডিসেম্বর) ২৭ দফা রূপরেখা ঘোষণা করবে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

 

শায়রুল কবির খান বলেন, রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, দলসমর্থিত সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। রূপরেখা ঘোষণা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

জানা গেছে, প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী বাংলাদেশি জাতীয়তাবাদকে মূলভিত্তি রেখেই প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত-পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক জাতি প্রতিষ্ঠার উদ্যোগ নেবে বিএনপি। রূপরেখায় জাতি প্রতিষ্ঠার এই ধারণাকে ‘রেইনবো নেশন’ (রংধনু জাতি) হিসেবে উল্লেখ করা হয়েছে। জনকল্যাণে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে বিএনপি সংবিধান, প্রাতিষ্ঠানিক কাঠামো ও নির্বাচন ব্যবস্থায় নানা পরিবর্তন নিয়ে আসতে চায়।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট