চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জামায়াত-বিএনপির সঙ্গে মিলে গেছে বাম-স্বল্পবাম-অতিবাম : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২২ | ২:৫৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোথায় বামপন্থি আর কোথায় ডানপন্থি। যারা বামপন্থী তারা ৯০ ডিগ্রি ঘুরে গেছে। বাম, স্বল্পবাম ও অতিবাম সবাই এখন জামায়াত-বিএনপির সঙ্গে মিলে গেছে। এজন্যই বলা হয়, কী বিচিত্র বাংলাদেশ!’

রবিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বর আসছে সরকার উৎখাত করতে। সরকার উৎখাত করা এতই সোজা? আওয়ামী লীগ পারে; আইয়ুব খান, এরশাদ ও খালেদা জিয়াকে উৎখাত করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় বসলে চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। ২০০১-এ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে দেয়নি। সে বিষয়ে (চক্রান্ত ষড়যন্ত্র) মানুষকে সচেতন থাকতে হবে।’

দ্রব্যমূল্য উর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বিজয়ের পতাকা সমুন্নত রেখে আমরা জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো। আমাদের অনেক জিনিস আমদানি করতে হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আমদানি ব্যয় বেড়েছে। সেজন্য দামও বেড়ে গেছে। বিশ্বব্যাপী তেলের মূল্য ও গ্যাসের মূল বেড়ে গেছে। সেজন্য আমাদের কিছুটা সাশ্রয়ী হতে হচ্ছে। আমরা সবার ঘরে ঘরে বিদ্যুৎ দেবো বলেছিলাম, সে কথা তো রেখেছি। এখন বিশ্বে দাম বাড়লে আমাদের কী করার আছে! আমরা এখন বিদ্যুতে ভর্তুকিমূল্যে দিচ্ছি। সামনে আর দিতে পারবো না।’

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট