চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিট মুনাফায় প্রবৃদ্ধি ২১৩%

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২২ | ১২:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) গত ২০২১-২২ অর্থবছরে নিট মুনাফা করেছে ২২৫ কোটি ৮১ লাখ টাকা। যেখানে এর আগের ২০২০-২১ অর্থবছরে নিট মুনাফার পরিমাণ ছিল ৭২ কোটি ৩ লাখ টাকা। অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে বিএসসি ১৫৩ কোটি ৭৮ লাখ টাকা বেশি মুনাফা করেছে। ফলে রাষ্ট্রায়ত্ত একমাত্র এই বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানটির নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ২১৩ দশমিক ৫০ শতাংশ।

 

গত ১ নভেম্বর রাজধানীর দৈনিক বাংলা’র মোড়ে বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১৪ তম বৈঠকে এই বিপুল লভ্যাংশ থেকে এর শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।  আজ রবিবার সকালে চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৪৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। উল্লেখ্য, চীন সরকারের সহায়তায় বিএসসি ওই দেশ থেকে চারটি নতুন জাহাজ সংগ্রহ করবে। এর মধ্যে দুইটি ক্রুড অয়েল ট্যাংকার; যার প্রতিটির ধারণক্ষমতা এক লাখ ডেড ওয়েট টন। দুইটি ৮০ হাজার টন (প্রতিটি) ধারণক্ষমতা সম্পন্ন বাল্ক ক্যারিয়ার। এজন্য চারটি জাহাজে ব্যয় হবে ২৪১ দশমিক ৯২ মিলিয়ন ইউএস ডলার। এরমধ্যে দুইটি ক্রুড অয়েল মাদার ট্যাংকারের ব্যয় ধরা হয়েছে ১৫১ দশমিক ৯৬ মিলিয়ন ইউএস ডলার। দুইটি মাদার বাল্ক ক্যারিয়ার সংগ্রহে ব্যয় হবে ৮৯ দশমিক ৯৬ মিলিয়ন ইউএস ডলার।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট