চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কর্মসৃজন প্রকল্পে দুর্নীতি: জেলায় জেলায় দুদকের অভিযান

অনলাইন ডেস্ক

১৮ আগস্ট, ২০১৯ | ৬:৫৯ অপরাহ্ণ

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে হাতে নেওয়া ‘কর্মসৃজন প্রকল্প’ বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতির অভিযোগে ২১ জেলায় একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৮ আগস্ট) দুদকের ২১টি সমন্বিত জেলা কার্যালয় একই সময়ে এসব অভিযান চালায়।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন ‘১০৬’ নম্বর) অভিযোগ পেয়ে এসব অভিযান চালানো হয়।

অভিযানের সময় দুদক টিম প্রকল্প বাস্তবায়ন কর্মককর্তার কার্যালয় পরিদর্শন ও কর্মসূচি বাস্তবায়নসংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে। সরেজমিন অভিযানে কাজ না করেই ভাতা তুলে নেওয়া, ভুয়া ভাউচার দাখিল করে টাকা তুলে নেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র দেখতে পেয়েছে দুদক।

পূর্বকোণ/আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট