চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কাটাছেঁড়া সংবিধান মেনে আমরা নির্বাচনে যাব না : ফখরুল

অনলাইন ডেস্ক

৩ ডিসেম্বর, ২০২২ | ৭:২২ অপরাহ্ণ

কাটাছেঁড়া সংবিধানের আইন মেনে সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকার বিএনপিকে ভয় পায়। ভয় পায় নিরপেক্ষ নির্বাচন দিতে।

শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, ‘অতীতের মতো এবারও ঢাকার সমাবেশ পল্টনেই হবে। কোনও অবস্থাতেই সরকারের পাতা ফাঁদে পা দিয়ে অন্য কোথাও সমাবেশ করবে না বিএনপি। কিন্তু দেশ ও দেশের মানুষকে রক্ষার পাশাপাশি সরকারের দুঃশাসন বন্ধ করা, নিত্য পণ্যপর দাম কমিয়ে দেশকে স্থিতিশীল করা সর্বোপরি দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে তারেক জিয়ার নির্দেশে বিএনপি যে আন্দোলন শুরু করেছে সেটি বানচালে সবরকম চেষ্টা করছে সরকার। এজন্য তারা করছে নানা কূটকৌশল।’

তিনি আরও বলেন, ‘সরকার যখন দেখতে পাচ্ছে, দেশের মানুষ আর তাদের পছন্দ করছে না তখন সরকারের অধীনে পাতানো নির্বাচন করতে চাচ্ছে। তারা এখন বলছে দেশে নাকি আবার জঙ্গি আসছে। কিন্তু দেখি যখন দেশের মানুষকে জেলে পুরতে হবে তখন জঙ্গি সৃষ্টি হয়। আর দেশের মধ্যে কিছু হলেই দুঃস্বপ্ন দেখে ‌‘বিএনপি আইলো’। অথচ আপনারা এমন দল করেন যে, ছাত্রলীগের ছেলেরা আপনাদের বক্তৃতাই দিতে দেয় না।’

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট