চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডেঙ্গুতে মৃত্যু নেই টানা দু’দিন, আক্রান্ত ১২০

অনলাইন ডেস্ক

২ ডিসেম্বর, ২০২২ | ১০:০৮ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত রোগটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৫৮ জনে। তবে টানা দু’দিন ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে এতে মৃতের সংখ্যা ২৫৪ জনে অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ৭৮ জন ঢাকার এবং বাকি ৪২ জন অন্যান্য জেলার বাসিন্দা। গত দু’দিন ধরে দেশে এ রোগে কারও মৃত্যু হয়নি।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭২৭ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৭ হাজার ৬০৪ জন।

এ বছর নভেম্বর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান। ঢাকা বিভাগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৫৭ জন মারা গেছেন।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট