চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পলাতক তারেকের কথা বলে আমাদের ভয় দেখানো হয় : কাদের

অনলাইন ডেস্ক

২ ডিসেম্বর, ২০২২ | ৯:০০ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তারেক রহমানের লোকেরা এখনও আমাদের ভয় দেখান। তারা বলেন, তারেক রহমান আসবে বীরের মতো। কাপুরুষের মতো যে পালিয়ে গেছে, সে বীরের মতো আসবে। এত বছরে যা ঘটলো না, এখন ঘটবে সেটা বিশ্বাস হয় না।’

শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান বলে হাসিনা পালাবে, মন্ত্রীরা পালাবে। কিন্তু সে যে ১৪ বছর পালিয়ে আছে সে কথা বলে না কেন? ২০০৮ থেকে পলাতক তারেক রহমান বলে হাসিনা পালাবে। শেখ হাসিনাও বলে না। এত বেয়াদব। আমরা বেগম খালেদা জিয়া বলি। সম্মানের সঙ্গে নেত্রীর নামটা উচ্চারণ করে না। ১৯ বছর যিনি ক্ষমতায় আছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির আন্দোলন মানে আগুন সন্ত্রাস। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এবং সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। দলটি জানান দিচ্ছে, তারা আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত করবে। মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা ক্ষমতায় আছি, অশান্তি চাই না। যেখানে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে, দুনিয়ার ইতিহাসে অন্যতম সেরা ভাষণ, স্বাধীনতার ডাক, সেই স্মৃতি যেখানে, সোহরাওয়ার্দী উদ্যানে তাদের ভয় কেন? তারা যে মনে মনে হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, এটাই তার প্রমাণ।’

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট