চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল ৪ জনের, শনাক্ত ৪২৬

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২ | ৯:২৬ অপরাহ্ণ

দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৪ জনে। একই সময়ের মধ্যে নতুন করে ৪২৬ জন রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৯২৪ জন।

বুধবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ২৩৯ জন ঢাকার এবং ১৮৭ জন অন্যান্য জেলার বাসিন্দা। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮০৩ জন ডেঙ্গুরোগী। এ বছরের এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৬৬১ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণের তেমন একটা প্রভাব দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট