চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঢাকায় দুই মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২ | ১১:৪৬ অপরাহ্ণ

আগামী দুই মাসের মধ্যে রাজধানীতে শব্দদূষণ রোধে যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয় আয়োজিত ‘কপ ২৭: প্রত্যাশা ও অর্জন’ শীর্ষক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন একথা জানান।

 

তিনি বলেন, সভায় জানুয়ারির মধ্যে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্তত ঢাকা শহরে আগামী দুই মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধ করব। হাইড্রোলিক হর্ন যেটা নিষিদ্ধ, সেটা কোনোক্রমেই আমাদের দেশে চালানো ঠিক নয়।

 

মো. শাহাব উদ্দিন বলেন, নিষিদ্ধ পলিথিন যারা উৎপাদন ও ব্যবহার করছে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। এটা থেকে বের হতে পাট থেকে সোনালী ব্যাগ তৈরির পরিকল্পনা নিয়েছি। আশাকরি পলিথিন ব্যাগ পুরোপুরি বন্ধ হবে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট