চট্টগ্রাম শনিবার, ২৫ মার্চ, ২০২৩

২৯ নভেম্বর, ২০২২ | ২:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে তর্ক, বন্ধুর ছুরিকাঘাতেই খুন

ফুটবল বিশ্বকাপ এলেই দেশের সর্বত্র উত্তেজনা ও চায়ের কাপে ঝড় উঠে। তবে এরপর তর্ক থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ারও নজির দেখা যায়। তেমনি এক ঘটনায় আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে তর্কের জেরে মেহেদী বেপারী (১৮) নামে এক যুবক বন্ধুর হাতে খুন হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) রাতে চাঁদপুর সদরের দক্ষিণ নানুপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বরকত ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নিহত মেহেদী দক্ষিণ নানুপুর এলাকার হেলার ব্যাপারীর ছেলে। অভিযুক্ত বরকতও একই এলাকার বাসিন্দা।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ব্রাজিলের সমর্থক মেহেদীর সঙ্গে আর্জেন্টিনার সমর্থক বরকতের বিশ্বকাপ খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বরকত তার বন্ধু মেহেদীকে ছুরিকাঘাত করে। পরে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বরকতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট