চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১০ ডিসেম্বর সরকার পতনের কর্মসূচি ঘোষণা করা হবে : খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২২ | ৪:১০ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ থেকে সরকার পতনের কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনে তাদের বিদায় ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সোমবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

খন্দকার মোশাররফ বলেন, ‘দেশের গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি। আজকে তারা ভালো মানুষ সাজছে। মনে হয়, প্রধানমন্ত্রীর ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় কিছু আছড় লেগেছে। নাহলে এত ভালো মানুষ আজ কী করে হয়ে গেল।’

তিনি আরও বলেন, যত দ্রুত শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে এখান থেকে তারা চলে যাবে অথবা মানুষের কাছে ক্ষমা চেয়ে দেশে থাকবে, তত ভালো। তা না হলে জনগণ প্রস্তুত হচ্ছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতনের বার্তা বিএনপি আটটি সমাবেশে দিয়েছে। ১০ ডিসেম্বর আমাদের সমাবেশ থেকে এই সরকারের বিদায়ের কর্মসূচি ঘোষণা করব।’

 

বিদেশিরাও এই সরকারকে চায় না উল্লেখ করে আরেকটি অনুষ্ঠানে বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সরকারকে বিদেশিরাও এখন ক্ষমতায় দেখতে চায় না। যার উদাহরণ প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল হওয়া। জাপান তাদের বার্তা হাসিনা সরকারকে দিয়ে দিয়েছে। কোনো দেশই এখন তাদের দেখতে চায় না তার বার্তা সবাই দিয়ে দিচ্ছে।’

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট