চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১০ ডিসেম্বর সমাবেশ করবোই, অনুমতির অপেক্ষা করবো না : গয়েশ্বর

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২ | ২:৩৮ অপরাহ্ণ

অনুমতি না পেলেও আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশের অনুমতি চেয়েছি। সেখানেই সমাবেশ করব। আর অনুমতির অপেক্ষা করবো না। মনে রাখতে হবে, এ দেশটা আমাদের সবার।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা ইতোমধ্যে সাতটি গণসমাবেশ করেছি। সব জায়গায় তারা সংঘাত সৃষ্টির পাঁয়তারা করেছে। প্রশাসন দিয়ে চেষ্টা করেছে। গাড়ি, লঞ্চ বন্ধ করে দিয়ে চেষ্টা করেছে, তারা তো কোন পথই বাকি রাখেনি। নতুন কোন পথ খোলাও রাখেনি। সুতরাং ঢাকার গণসমাবেশে তারা এটা (সংঘাত) করবে স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক মনে করছি না।

তিনি আরও বলেন, রাতারাতি আওয়ামী লীগ ভালো হয়ে যাবে তা আমরা আশাও করি না। কিন্তু আমরা সরকারের ফাঁদে পা দেব না। আমরা সংঘাত এড়িয়ে গণসমাবেশ করব। এখনও ১০ ডিসেম্বর অনেক দূর। আগাম কোনো কথা কেউ বলবে না, আমিও বলব না। আমরা ১০ ডিসেম্বর অবশ্যই পরবর্তী কর্মসূচি দেবো। তার আগে যদি সরকার জনগণের দাবি মেনে নেয়, সেটা তো অন্য রকম। কিন্তু আমরা তা প্রত্যাশা করতে পারছি না।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট