চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জামালপুরের সরিষাবাড়িতে টাঙানো এক হাজার ফুটের আর্জেন্টিনার পতাকা কেটে ফেলা হয়েছে

আর্জেন্টিনার পতাকা কেটে ফেলায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২২ | ১১:৩৭ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়িতে টাঙানো এক হাজার ফুটের আর্জেন্টিনার পতাকা রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর পক্ষে মাসুদুর রহমান নামে এক শিক্ষার্থী সরিষাবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে বলা হয়, গতকাল মঙ্গলবার কাতার বিশ্বকাপ ফুটবলের ১ম পর্বের ১ম ম্যাচে আর্জেন্টিনা ১-২ গোলে সৌদি আরবের কাছে পরাজিত হলে গভীর রাতে কে বা কারা শহরে টাঙানো আর্জেন্টিনার পতাকার একটি অংশে কেটে দেয়।

অভিযোগকারীর ধারণা, ব্রাজিল সমর্থকদের কেউ পতাকার দুই অংশ ছিঁড়ে থাকতে পারে।

 

এ বিষয়ে মাসুদুর রহমান মাসুদ জানান, আমি ত্রিশ হাজার টাকা খরচ করে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা বানিয়ে শহরের বিজেএমসি মসজিদ মোড় থেকে সোনালী ব্যাংক শাখা পর্যন্ত টাঙিয়েছি। আজ বুধবার সকালে এসে দেখি রাতের আঁধারে ব্রাজিল সমর্থকদের কেউ পতাকার দুই অংশ কেটে দিয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট