চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সরকার হটাতে দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে : কাদের

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২২ | ৯:২৯ অপরাহ্ণ

সরকার হটানোর জন্য দেশে চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি নেই তাকে পরাজিত করার।

বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় নোয়াখালীতে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকারীদের দায়মুক্তি দিতে সংবিধানে কুখ্যাত আইন প্রণয়ন করা হয়েছে। ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ডের কথা ভুলিনি মির্জা ফখরুল। জাতীয় নেতাদের খুনিদের তারা পুরস্কৃত করেছে বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে। আমরা ভুলিনি। বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য তারা গ্রেনেড হামলা করেছে। বিএনপি আমাদের মারতে চায়, হত্যা করতে চায়। কথা কথায় বলে ‘৭৫–এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।’

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি তাকে নেতা মানতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ মানতে পারে না। তার নেতৃত্ব বাংলাদেশের মানুষ কোন দিনও পছন্দ করবে না, ঘৃণা করবে। ১৫ আগস্টের মাস্টারমাইন্ড জেনারেল জিয়াউর রহমান। ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান। এ দল আওয়ামী লীগকে সহ্য করতে পারে না। শেখ হাসিনাকে সইতে পারে না। লন্ডন থেকে বলে হাসিনা। একবার বলে তুই, আবার তুমিও বলে। বেয়াদবির সীমা আছে।’

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট