চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সমাবর্তনের কস্টিউম বিতরণে পলিথিন ব্যবহার কাম্য নয় : ঢাবি ভিসি

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২২ | ১:৩৭ অপরাহ্ণ

আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন। এ উপলক্ষে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে সমাবর্তনের কস্টিউম। কিন্তু এ কাজে পলিথিন ব্যবহার করায় সমালোচনা তৈরি হয়েছে। যা কোনভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সমাবর্তনের জন্য প্রস্তুত হওয়া ঢাকা কলেজ ভেন্যু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

উপাচার্য বলেন, সমাবর্তনের কস্টিউম বিতরণে পলিথিন ব্যবহারের বিষয়টি কোনভাবেই কাম্য নয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি কস্টিউম বিতরণের জন্য নির্ধারিত দুই বুথে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। বাকি বুথগুলোতে টিস্যু ব্যাগ ব্যবহার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করা হয়েছে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট