চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মঙ্গলবার থেকে অফিস চলবে নতুন সূচিতে

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২ | ২:০২ অপরাহ্ণ

শীত মৌসুমকে সামনে রেখে মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংকের লেনদেন কার্যক্রম নতুন সূচি অনুযায়ী চলবে। নতুন নিয়মে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে, ব্যাংকের লেনদেন কার্যক্রমের নির্ধারিত সময় সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত। একই সময়ে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

 

স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন এবং লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ৬টা পর্যন্ত।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ২৩ আগস্ট থেকে অফিসের সূচিতে পরিবর্তন আনে সরকার। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। বর্তমানে ব্যাংক লেনদেন পরিচালিত হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট