চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীমান্তে চার রোহিঙ্গাসহ আটক ৫

অনলাইন ডেস্ক

৭ নভেম্বর, ২০২২ | ১:১০ অপরাহ্ণ

মৌলভীবাজারের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় চার রোহিঙ্গা শরণার্থীসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। 

 

আটককৃতরা হলো- আবদুর রাজ্জাক (২৩), নূর কলিমা (১৬), মো. রিয়াজ উদ্দিন (১৮), মো. সালমান (৩৫) ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দ মো. রিয়াজ (২৩)।

 

রবিবার (৬ নভেম্বর) ভোরে বড়লেখার কুমারশাইল সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আজ সোমবার (৭ নভেম্বর) সকালে শাহবাজপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা-বাগানস্থ চৌমুহনায় রবিবার ভোরে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে জানায়। পরে খবর পেয়ে শাহবাজপুর পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা গিয়ে তাদের আটক করে।

 

শাহবাজপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুক মিয়া জানান, কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে চার রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেন স্থানীয়রা। তারা কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।

 

তিনি আরও জানান, আটকক পাঁচজনের মধ্যে চারজনকে পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট