চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ক্ষমতায় এলেই আওয়ামী লীগ ভোট চুরি করে : ফখরুল

অনলাইন ডেস্ক

৫ নভেম্বর, ২০২২ | ৭:৩৯ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আওয়ামী লীগ বর্গীর রূপ নিয়েছে। ভোটের অধিকার নিয়ে একবার নয়, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই ভোট চুরি করে। তারা সন্ত্রাস করবে, চুরি করবে এটা হয় না।

শনিবার (৫ নভেম্বর) বিকালে বরিশালের বেলস পার্কের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভোট চুরি করে এ সরকার গত ১৪ বছর ক্ষমতা দখল করে রয়েছে। এখন আবার একদলীয় সরকার কায়েম করতে চায়। ২০১৪ ও ২০১৮ সালে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে তারা। নতুন করে এখন আবার ভোট চুরির ফায়দা আঁটছে। বুদ্ধি এঁটে নতুন কমিশন দিয়ে আবার কৌশলে ভোট চুরির চিন্তা করছে। কিন্তু এই হাসিনা সরকারের অধীনে নির্বাচন হবে না।

 

তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ নেই, রিজার্ভ নেই, তেল নেই, চিনি নেই। প্রত্যেক জায়গায় সরকার চুরি করেছে। সংসদ বাতিল করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। এখন উন্নয়ন ছাড়া কিছুই দেখা যায় না। কিন্তু বাস্তবে গেলে কোন কিছুতেই হাত দেওয়া যায় না। আমরা এ থেকে পরিত্রাণ চাই। আমাদের আন্দোলন বিএনপির, খালেদা জিয়া কিংবা তারেক রহমানের জন্য নয়। এ আন্দোলন জাতি ও দেশের প্রয়োজনে সমগ্র জাতিকে রক্ষা করার জন্য।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট