চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দেশে আরও ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে, শনাক্ত ৭৮৮

অনলাইন ডেস্ক

৫ নভেম্বর, ২০২২ | ৫:৫৫ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জনে। একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮৮ জন। এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ১৯৯ জন।

শনিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়,শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৮৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭৪ জন এবং অন্যান্য জেলার ৪১৪ জন।

এ বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকায় ২৮ হাজার ২৭৫ জন এবং অন্যান্য জেলায় রয়েছেন ১৩ হাজার ৯২৪ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৮ হাজার ২১৫ জন।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট