চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬০০

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২২ | ৯:৩৬ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৫২ জন। একই সময়ের মধ্যে নতুন করে আরও ৬০০ রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১০১ জনে।

বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, নতুন আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ৪৯৪ জন ঢাকার বাইরের। এতদিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকায় অনেক বেশি ছিল। কিছুদিন ধরে ঢাকার বাইরের বিভিন্ন জেলায়ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ বছর এখন পর্যন্ত ৩৬ হাজার ১৯৯ রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন।

চলতি বছরের অক্টোবরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়। ওই মাসে মৃত্যু হয় ৮৬ জনের, আক্রান্ত হন ২১ হাজার ৯৩২ জন। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্ত মানুষের মধ্যে ৩৪ জন মারা যান।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট