চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক কক্সবাজারের মেজর হামিদুল

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২ | ৯:২৩ অপরাহ্ণ

মেজর জেনারেল হামিদুল হককে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে সংস্থাটির সাবেক প্রধান মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

জানা গেছে, ডিজিএফআইয়ের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল তাবরেজকে পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি করা হয়েছে।

 

হামিদুল হক ১৯৭০ সালে কক্সবাজারের ঈদগাঁ ইউনিয়নের পালাকাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে সেনাবাহিনীতে যোগদান করেন এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালের ২২ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি কোরে কমিশন লাভ করেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সিয়েরালিওন ও সুদানের দারফুরে ডেপুটি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন হামিদুল হক। বরিশালের শেখ হাসিনা ক্যান্টনমেন্টে স্টেশন কমান্ডার ছিলেন তিনি। এছাড়াও মেজর জেনারেল হামিদুল হক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নেন।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট