চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেশে করোনায় শনাক্তের হার কমে ৫.০১ শতাংশ

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২ | ৬:৪৩ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ০১ শতাংশ, যা আগেরদিন ছিল ৫ দশমিক ৭০ শতাংশ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৭২৯ জনে।

একই সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৬ জনে অপরিবর্তিত রয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ০১ শতাংশ। একই সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন রোগী। ফলে এখন পর্যন্ত দেশে করোনায় সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৯৩৬ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট