চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

করোনায় একজনের মৃত্যুর দিনে শনাক্ত কমে ৫.৪৯ শতাংশ

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২২ | ৭:০৫ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১২ জনে। একই সময়ের মধ্যে নতুন করে আরও ১২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা আগেরদিন ছিল ২১৬ জন। ফলে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ২ জনে।

শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সংগৃহিত ২ হাজার ২৬২টির মধ্যে ২ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ। একই সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৪৭২ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট