চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ট্যানারি শিল্প ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সরকার : বিএনপি

১৫ আগস্ট, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

কাঁচা চামড়া বিদেশে রপ্তানির সুযোগ দিয়ে দেশের ট্যানারি শিল্পকেও ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পেয়ে যখন দেশের মানুষ ক্ষোভে দুঃখে মাটিতে পৃঁতে ফেলল ঠিক তখনই পানির দরে কেনা কাঁচা চামড়া রপ্তানির ঘোষণা দিল সরকার। ঈদ উপলক্ষে অফিস, আদালত সব বন্ধ। এই সময়ে হঠাৎ গতকাল রাতের অন্ধকারে কাঁচা চামড়া রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলো সরকার। গরিব, মিসকিন ও এতিমদের হক মারার পর কার স্বার্থ উদ্ধারে, কেন এই তড়িঘড়ি করে এই রপ্তানির ঘোষণা দেয়া হলো তা দেশের মানুষ জানতে চায়।-ফোকাস বাংলা
তিনি বলেন, একদিকে সাধারণ জনগণের কাছ থেকে কম টাকায় চামড়া কিনে এতিম মিসকিনদের পেটে লাথি মারা হলো। এখন আবার কাঁচা চামড়া বিদেশে রফতানির সুযোগ দিয়ে বাংলাদেশের ট্যানারি শিল্পকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়া হলো। সবই ছিল পূর্ব পরিকল্পিত এবং সিন্ডিকেটের লুটপাটের জন্য মহাকারসাজি। এই চামড়াই আবার দেখা যাবে অন্য দেশ থেকে আমদানি করা হবে চড়া

মূল্যে। কাঁচা চামড়া রপ্তানি হলে শতভাগ দেশীয় শিল্প অস্তিত্ব সংকটে পড়বে এবং এই শিল্পে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির সম্মুখীন হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট