চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

স্ত্রীকে হত্যা করে লাশ ১৫ টুকরো, স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৪ আগস্ট, ২০১৯ | ৫:০৪ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ কেটে টুকরো টুকরো করে পলিথিনভর্তি করে নদীতে ফেলে দিয়েছে স্বামী মামুন। মামুনকে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার কবিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার দুপুর তিনটার দিকে গাজীপুরের পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শাসুন্নাহার। তিনি জানান, পারিবারিক কলহ ও স্ত্রীর জমানো ৪০ হাজার টাকা ভোগ করার জন্য স্ত্রী সুমি আক্তারকে সে হত্যা করে।

হত্যার বর্ণনায় অভিযুক্ত স্বামী মামুনের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, ৮ আগস্ট স্ত্রী সুমি আক্তারকে হত্যার পরিকল্পনা করে মামুন। সে অনুযায়ী ৫ কেজি ধারণক্ষমতাসম্পন্ন ২৫০ গ্রাম পলিথিন ব্যাগ, একটি চাকু, তিনটি ট্রাভেল ব্যাগ ও ঘুমের ওষুধ ক্রয় করে এনে বাসায় রাখে মামুন। ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে একই রাত ১টার দিকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশের হাত ও দুই পা ৮ টুকরো, নিতম্ব ও উরু থেকে ৫টি, বুক থেকে পেট পর্যন্ত একটিসহ মোট ১৫ টুকরো করে। ৯ আগস্ট ভোর ৬টায় লাশের শরীরের অংশ ট্রাভেল ব্যাগে ভর্তি করে স্বামী মামুন গাজীপুরের সিংহশ্রী সেতুর ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। একইদিন রাতে দেহের অন্যান্য অংশের ৫টি টুকরো ড্রেসিং টেবিলের ড্রয়ারে পলিথিনে পেঁচিয়ে রেখে হাত, পা’য়ের টুকরো ও মাথা আরেকটি ট্রাভেল ব্যাগে নিয়ে একইস্থানে ফেলে দেয়।

এদিকে, তাদের ভাড়া বাসায় এসে সুমি আক্তারের স্বজনেরা কোনো খোঁজ না পেয়ে বাসার তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে যাওয়ায় ওই ৫টি টুকরো নিতে না পেরে মামুন পালিয়ে যায়।

নিহত সুমি আক্তার (২২) নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার দেবকান্দা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়বাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে মামুনের স্ত্রী। গত দেড় বছর আগে তাদের বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে।

সুমি স্থানীয় গিলারচালা এলাকার একটি গার্মেন্টস লিমিটেডের শ্রমিক ও স্বামী মামুন পেশায় ইলেক্ট্রিশিয়ান। তারা গিলারচালা গ্রামের সফিকুল ইসলাম বিপুলের বাড়ির ভাড়াটিয়া। দেড় মাস আগে তারা ওই বাড়িতে ভাড়ায় উঠেন। সোমবার রাত ৯টার দিকে শ্রীপুর থানা পুলিশ পলিথিনে মোড়ানো মাংস পুটলি উদ্ধার করেন।

সুমি আক্তারের বোন বৃষ্টি আক্তার বলেন, বৃহস্পতিবার কারখানা ছুটির পর ওই রাতেই নেত্রকোনা বাবার বাড়ি যাওয়ার কথা ছিল সুমির। খোঁজ নিতে শুক্রবার স্বামী মামুনের সাথে ফোনে যোগাযোগ করা হলে সে (স্বামী মামুন) জানায় সুমি বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছে। পরদিন শনিবারও বাড়িতে না যাওয়ায় বৃষ্টি আক্তার নিজে তাদের ভাড়া বাসায় খোঁজ নিতে আসেন। সেখানে তাদের কাউকে পাননি এমনকি, মামুনের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে সোমবার সন্ধ্যায় আবার খোঁজ নিতে এসে ঘর থেকে পঁচা মাংসের গন্ধ পেয়ে আশপাশের লোকদের ডেকে আনেন। এতে স্থানীয় লোকদের সন্দেহ হলে তালা ভেঙ্গে তারা ঘরে ঢুকেন। পরে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে পাঁচটি পলিথিন ব্যাগে মোড়ানো মাথাবিহীন দুর্গন্ধযুক্ত মাংসের সন্ধান পান।

বৃষ্টি আক্তার দাবী করেন তার বোন সুমি আক্তারকে স্বামী মামুন হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে পালিয়েছে।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা জানান, নিহত সুমি আক্তারের স্বজনদের খবরে পলিথিনে মোড়ানো মাংস উদ্ধার করা হয়। নিহতের বাবা মামুনকে চিহ্নিত এবং কয়েকজন অজ্ঞাতদের অভিযুক্ত করে মঙ্গলবার শ্রীপুর থানায় একটি মামলা রুজু করেন।

পূর্বকোণ/মিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট